Description
আমরা সরাসরি কৃষক থেকে কাউন ধান সংগ্রহ করে নিজস্ব তত্বাবধানে উৎপাদন করি কাউন চাল।
কাউন এখন বিলাসী খাদ্য ভোজনে পরম তৃপ্তি,কাউন বা কাউনের চাল আমাদের অনেকের পরিচিত একটি শস্য। ছোট দানাবিশিষ্ট কাউনের চালে আছে আছে প্রোটিন, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টসহ আরও অনেক পুষ্টি উপাদান,কাউনের চালে থাকা পটাশিয়াম আমাদের শরীরে লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে,এতে থাকা উপকারি খনিজ উপাদান দেহ গঠনে সাহায্য করে,কাউনের চালের খাবার খেলে পেট অনেক লম্বা সময় পর্যন্ত ভরা থাকে,ফলে ঘনঘন ক্ষুধাভাব দেখা দেয় না,এতে সহজেই ওজন কমানো সম্ভব হয়।
কাউন চালের উপকারি দিক:
১. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে,
২. রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে,
৩. কৌষ্ঠকাঠিন্য দূর করে,
৪. এনর্জির ঘাটতি পূরণ করে,
আমাদের কাউন চালের বিশেষত্ব :
১. আমাদের দেশের উৎপাদিত কাউন থেকে উৎপাদন করা এই কাউন চাল ।
২. সম্পূর্ণ বাছাইকৃত ও নিজেস্ব তত্ত্বাবাধায়নে উৎপাদন ।
অর্ডারের পর আমরা খুব কম সময়ে ও দ্রুততার সাথে পন্য ডেলিভারি দিয়ে থাকি।
Reviews
There are no reviews yet.