লাল চিড়ার উপকারিতা

আমরা সরাসরি কুষক থেকে ধান সংগ্রহ করে নিজেস্ব তত্বাবধানে উৎপাদন করি লাল চিড়া। লাল চিড়ায় আঁশের পরিমাণ অনেক কম থাকে যা ডায়রিয়া,আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের প্রদাহ এবং রোগ প্রতিরোধে লাল চিড়া খাওয়ার উপকারিতা অনেক। পটাসিয়াম এবং সোডিয়ামের পরিমাণ কম থাকার জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে লাল চিড়া ব্যাপক উপকার করে থাকে। পেট ঠাণ্ডা করতে পানির অভাব পূরণে লাল চিড়ার গুরুত্ব অপরিসীম। লাল চিড়া খাওয়ার উপকারিতা বলে শেষ করা যায় না। সকালে বা বিকেলের নাশতায় বিভিন্ন রেসিপি করে লাল চিড়া খাওয়া যায়। যেমন: দই চিড়া, আম চিড়া,কলা চিড়া এবং আরও বিভিন্ন উপায়ে লাল চিড়া খাওয়া যায়।

One Reply to “লাল চিড়ার উপকারিতা”

Leave a Reply to A WordPress Commenter Cancel reply

Your email address will not be published. Required fields are marked *